রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম :
অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী হাসানুল হক ইনু এবং সুরঞ্জিত সেন গুপ্তের সম্প্রতি দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার গণমাধ্যমের এক বিজ্ঞাপ্তির মাধ্যমে এ নিন্দা প্রকাশ করেন। বিজ্ঞাপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন জানান, ‘জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চেয়ে ইনুর দেয়া বক্তব্যকে’ মানসিক ভারসাম্যহীণ ব্যক্তির প্রলাপ হিসেবে অভিহিত করেছেন। তারা বলেছেন,অবৈধ সরকারের কৃপাদৃষ্টি পেতে অতিকথক হিসেবে পরিচিত সাবেক গণ বাহিনী প্রধান ইনু মাঝে মধ্যেই অসংলগ্ন কথা-বার্তা বলে থাকেন। এই বক্তব্যও হয়ত তার মধ্যে একটি।
অন্যদিকে সুরঞ্জিতের ‘তারেক ঘরের শত্রু বিভীষন’ বক্তব্যকে সব হারানো এক ব্যক্তির দলীয় প্রধানকে তোষামোদী করে দেয়া বক্তব্য বলে অভিহিত করেছেন । দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সরকারের উচ্ছিষ্ট থেকে বঞ্চিত হওয়া সুরঞ্জিত এখন পাগল প্রায়। তাই পাগলের প্রলাপ বকছেন। তিনি আরোও জানান,সুস্থ রাজনীতির স্বার্থে সবাইকে রাজনৈতিক শিষ্টাচার মেনে চলতে হবে।না হলে সেই দিন আর বেশী দুরে নেই যেদিন অল্প কিছু বাচাল রাজনৈতিক নেতার জন্য জন মানুষের মনে সব রাজনীতিবিদদের সম্পর্কে ভুল ধারনা জন্মাবে।