রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাইয়ের প্রবীণ সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক সিলেটের ডাক ও ইত্তেফাক দিরাই প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদার (৬২) আর নেই। রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় সিলেট নগরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ভাইবোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতির দায়িত্ব ছিলেন। মরহুমের নামাজে জানাজা সোমবার বেলা ২টায় রাধানগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা হাজী আহমদ মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ হাফিজুর রহমান তালুকদারসহ উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।