রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সাম্প্রতিককালে দেশব্যাপি বিভিন্ন অপকর্মের প্রতিবাদে শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় থানাপয়েন্টে দুপুরে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ ছইল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়ার সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আলতাব উদ্দিন, সহ-সভাপতি সিরাজ-উদ-দৌলা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান তালুকদার, এডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সম্প্রীতি সভায় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশে নতুন নতুন রাস্তাঘাট, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় হচ্ছে। যাতে করে দেশের মানুষ সব ধরণের মৌলিক চাহিদা পূরণ করতে পারে। আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসি। সবাই যাতে সমান সুযোগ-সুবিধা ও ন্যায় বিচার পায়, এ লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনও দেশে ত্রাসের রাজনীতি কায়েম করতে চায়। কিন্তু কোন অপশক্তি স্বাধীন দেশে তাদের ইচ্ছে পূরণের জন্য মানুষের মধ্যে যাতে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, এ দেশের মানুষ শান্তি চায়।
তিনি আরও বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন এই এলাকার সন্তান। কিন্তু তার রাজনৈতিক জ্ঞান-প্রজ্ঞা গোটা এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়েছিল। তিনি আজীবন বেঁচে থাকবেন তাঁর কর্মের মধ্যে।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সম্প্রীতি সভায় ভার্চুয়ালি যুক্ত হন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা।