শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
বিক্ষিপ্ত কিছু কেন্দ্রে জাল ভোট দেয়া ও সামান্য হাতাহাতির ঘটনা ছাড়াই সুনামগঞ্জের দিরাইয়ে ইউনিয়ন পরিষদের বোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। একে একে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফলও আসতেছে।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। প্রতিটি কেন্দ্রে ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন। ফলে কোথাও বড় ধরণের কোন ঝামেলা সৃষ্টি হয়নি। বিচ্ছিন্ন কিছু কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগ আসলে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের হস্তক্ষেপে তা সমাধান হয়ে যায়। স্থগিত হয়নি কোন কেন্দ্রও।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান জানান, ৪/৫টি কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগ পেয়েছি। সেগুলো প্রিজাইডিং অফিসার সমাধান করে দিয়েছেন। এছাড়া কোথাও কোন বড় ধরণের মারামারি বা সংঘর্ষের খবর পাইনি।