শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.৮ মাত্রার মারাত্মক ভূমিকম্প সংঘটিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভানুয়াতু, ফিজি ও কিরিবাতিসহ নিকটবর্তী দেশগুলোর জন্য সুনামির সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার ওই অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ফিজি, ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়ার মধ্যে অবস্থিত উপকূলের ১০০০ কিলোমিটারের (৬২১ মাইল) মধ্যে অবস্থিত উপকূলের জন্য একটি সুনামি সতর্কতা জারি করেছে। হাওয়াই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি টুইট করেছে যে হাওয়াইয়ের জন্য বর্তমানে সুনামির কোনো হুমকি নেই।