বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের নাগরিকদের ফের যথাযথ সাবধানতা ও উচ্চপর্যায়ের নজরদারি রাখতে বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি বগুড়ায় শিয়া মসজিদে হামলায় একজন নিহত হওয়াকে কেন্দ্র করে সহিংস হামলার আশঙ্কায় শুক্রবার এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। লন্ডনে জারি করা এ সতর্কতায় যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘প্রতিবছর যুক্তরাজ্যের প্রায় ৭৫ হাজার নাগরিক কোনো দুর্ঘটনা ছাড়াই বাংলাদেশ ভ্রমণ করলেও যাঁরা দেশটিতে থাকেন বা ভ্রমণ করেন, তাঁদের সতর্ক থাকতে আহ্বান জানানো যাচ্ছে।’ তবে নতুন এই সতর্কতা কতদিন বহাল থাকবে তা জানানো হয়নি।
সতর্কবার্তায় বলা হয়েছে, সেপ্টেম্বর ২০১৫ থেকে দেশটিতে নানা সন্ত্রাসী হামলা হচ্ছে। এই সময়ের মধ্যে দুই বিদেশি নাগরিক হত্যাসহ দিনাজপুরে এক ইতালীয় যাজকের ওপর হামলা হয়েছে। এছাড়া শিয়াদের ওপর দুটি হামলা এবং ঢাকায় পুলিশের ওপর হামলার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এর আগে গত ১১ নভেম্বর যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশের ভেতরে চলাফেরায় সতর্ক করা হয়েছিল।