রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সংঘর্ষে অন্তত: ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, এরমধ্যে গুরুতর আহত ৪ জনকে সিলেট পাঠানো হয়েছে। দিরাই থানা ও আহতদের সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাঁও গ্রামের মসজিদের কাজ করা নিয়ে শুক্রবার বাদ জুমআ গ্রামের আরজু মিয়া ও খালিদ মিয়া বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনই দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত: ২৫ জন আহত হয়, এরমধ্যে গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন নতুন কর্ণগাঁও গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ আব্দুল ওয়াদুদ (৪২) ও মোঃ মসাহিদ মিয়া (৩০), সমশর হোসেনের ছেলে মতিউর রহমান (২৬), আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মনির (৪২), নূর ইসলামের ছেলে জামাল মিয়া (১০), মৃত হোসেন আলীর ছেলে আমিনুল হক (৩৫), মোঃ জুয়েল মিয়া (২৬) ও চাদ উদ্দিন (২৩), রৌশন আলীর ছেলে তেরাব আলী (৩০), মহিম উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), মৃত আব্দুল হাইয়ের ছেলে আবুতাহের (৪০), আখলাক মিয়ার ছেলে সেবুল মিয়া (২৪), আব্দুল তরাকত মিয়ার ছেলে আব্দুল ওয়াহিদ (৩৬), আমান উল্লাহর ছেলে খান উল্লা (৬৫), আব্দুল আজাদের ছেলে আব্দুল মতিন (৪৫), মজিদ উল্লাহর ছেলে আব্দুল খালেক (৪০), মজিদ মিয়ার ছেলে আলাল মিয়া (২৬), চান মিয়ার ছেলে লাল মিয়া (৫২)।
সূত্র জানায়, নতুন কর্ণগাঁও জামে মসজিদের কিছু নতুন কাজ করানো হয়েছে। এ নিয়ে শুক্রবার বাদ জুমআ কাজের হিসেব নিয়ে আরজু মিয়া খালিদ মিয়ার সাথে বাকবিতণ্ডা শুরু হলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জলিল জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত, তবে কেউ মামলা দায়ের করেনি।