শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১৯৭১ সালে পাক হানাদারদের সাথে সম্মুখযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা তালেব ও শহীদ মুক্তিযোদ্ধা কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা তালেব ও শহীদ মুক্তিযোদ্ধা কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবির, দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা রাধা কান্তা, মনসুর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিচমল চন্দ্র সিনহা, জয়কলস-উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, এসআই মাজহারুল ইসলাম, বরুণ কান্তি দাস প্রমুখ।