শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির পরিচিতিসভা শুক্রবার বিকেলে উপজেলা সাচনাবাজার যুবলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদের যৌথ স্বাক্ষরে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এ উপলক্ষ্যে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ আবুল খয়ের। নবগঠিত কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ ইকবাল আল আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির যুগ্ম-আহবায়ক অসীম চন্দ্র তালুকদার, কমিটির সদস্য এডভোকেট মণি শংকর পাল, সুস্তির তালুকদার, মনসুর আল ওসমানী বাদল, মোঃ নূরুল আমিন, মোঃ আবুল কাশেম আখঞ্জি, শিরিন তালুকদার, মোঃ মানিক মিয়া, মোঃ ইমরান আলী তালুকদার, মোঃ কবির হোসেন, বিপ্লব তালুকদার, মিটন সরকার, মোঃ আল আমীন, মোঃ রুবেল আহমেদ, মোঃ হেলাল মিয়া, মোঃ ফয়সাল চৌধুরী, মোঃ আফাই মিয়া, শ্যামল রায়, মোঃ খোকন মিয়া প্রমূখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতা আসাদ আল আজাদ, মলি হোসেন তালুকদার, সাবেক স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু তাহের তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ আলম লিমন, পাপ্পু আচ্যার্য, শহীদ মিয়া, জাবেদ, রকি, হিরা প্রমুখ।