বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতর নাম ময়না মিয়া (৩২) ওরফে মনা। সে জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। উপজেলার চকবাজার এলাকা থেকে মঙ্গলবার রাতে র্যাব ময়নাকে গ্রেফতার করেছে। এদিকে দোয়ারাবাজার থানা পুলিশ বুধবার ময়নাকে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।
র্যাব-৯ সুনামগঞ্জ থ্রী সিপিসি ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল মোঃ ফয়সাল আহমেদ বুধবার জানান, র্যাব সুনামগঞ্জ থ্রী-সিপিসি ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশের এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে র্যাবের একটি টহল দল মঙ্গলবার সন্ধ্যায় ময়না ওরফে মনাকে উপজেলার চকবাজার এলাকা থেকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে একটি বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী এলাকা হওয়ায় ময়না অনেক দিন ধরেই একটি সংঘবদ্ধ চক্রের সহায়তায় অস্ত্র ও গুলির ব্যবসা করে আসছে। রিভলবার, গুলিসহ রাত ১০টার দিকে র্যাবের টহল দোয়ারাবাজার থানা পুলিশে সোপর্দ করেছে।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বুধবার বলেন, এ ব্যাপারে র্যাবের ডিএডি সূশান্ত চাকমা বাদী হয়ে ওই রাতে ময়নার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন।