শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জ জেলাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন জেলার দিরাই উপজেলার জগদল উচ্চ বিদ্যালয়েল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দরা। শনিবার সকাল ১১টায় জগদল মেইন রোডে দীর্ঘ ৩০ মিনিট দাঁড়িয়ে মানববন্ধন করেছে জগদল আল-ফারুক দ্বিমুখি উচ্চ বিদ্যালয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল পাশা, সহকারি প্রধান শিক্ষক জসিম উদ্দিন, শিক্ষক রফিকুল ইসলাম, শইলেন্দ্র কুমার, জিতেন্দ্র কুমার, রঞ্জন রায়, সাদেক আহমেদ, আমিরুল ইসলাম, এম সি কলেজের মেধাবী ছাত্র শামীম আহমেদ। মানববন্ধনে ছাত্র-ছাত্রীরা বলেন, যতদিন সুনামগঞ্জ জেলাকে বন্যা দুর্গত্য এলাকা ঘোষণা করা না হবে, আমাদের আন্দোলন বহাল থাকবে। তাদের একটাই দাবি, ‘হাওর বাঁচাও, কৃষক বাঁচাও, তাহলেই দেশ বাঁচবে।’