বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
হাফিজুর রহমান আবুহানিফা, বিট রিপোর্টার (সদর) সুনামগঞ্জ: সুনামগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশন-এর ৩ দিনব্যাপি ২য় বার্ষিক প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। ফাউন্ডেশনের সেক্রেটারী ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এক বিবৃতির মাধ্যমে ফলাফল ঘোষণা করেন। গত ২৯-৩১ মার্চ ৩ দিনব্যাপি শহরতলীর বাহাদুরপুরস্থ মাদরাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩টি বিভাগে কওমী মাদরাসা ও স্কুল-কলেজের মোট ৩ শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে। ১ম দিন ইবতেদায়ী ৫ম বর্ষের মেধা যাচাই পরীক্ষা, ২য় দিন হিফযুল কুরঅান বিভাগের ১৫ ও ৩০ পারা দু’টি গ্রুপের প্রতিযোগিতা ও ৩য় দিন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে হামদ-নাত, ক্বিরাঅাত ও অাযানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফলে জানা যায়, সুনামগঞ্জ জেলার ৭০টি মাদরাসা ও ২০টি স্কুল-কলেজের বাছাইকৃত ৩ শতাধিক ছাত্র/ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহন করে। মোট ৬টি গ্রুপের মাঝে ১ম ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ শীর্ষ ৭৩ জন বিজয়ীদের মাঝে নগদ ১ লক্ষ টাকার পুরস্কারসহ সার্টিফিকেট প্রদান করা হবে।
কওমী মাদরাসা: ইবতেদায়ী ৫ম বর্ষ ১ম স্থান: হা: আজহার উদ্দীন ঝিগলী মাদরাসা ছাতক। ২য় স্থান: হা: জুবায়ের আহমদ ইমদাদুল উলুম অষ্টগ্রাম শাখাইতি, সদর সুনামগঞ্জ। ৩য় স্থান: হা: অারিফ রব্বানী পঞ্চগ্রাম কামরুপদলং মাদরাসা, দক্ষিণ সুনামগঞ্জ। বিশেষ পুরস্কার (শীর্ষ দশজন) সাইদ আহমদ আসআদ, ডুংরিয়া মাদরাসা; জিসান আহমদ, ঢালাগাও মাদরাসা; মনোয়ার হুসাইন, ডুংরিয়া মাদরাসা; অাবুল হাসান, শাখাইতি মাদরাসা; মনিরা অাক্তার, কলাইয়া মাদরাসা; অাখলাকুর রহমান, শাখাইতি মাদরাসা; অাবু হুরায়রা, জামলাবাদ মাদরাসা; সাজিদা অাক্তার, দরগাহপুর বালিকা বিদ্যালয়; রেজাউল করিম, সুনামগঞ্জ মাদানিয়া মাদরাসা; মাহদী হাসান, বাহাদুরপুর মাদরাসা। হিফযুল কুরঅান বিভাগ ৩০ পারা গ্রুপ: ১ম স্থান: হুসাইন অাহমদ, বাদে ঝিগলী দারুল কুরঅান মাদরাসা, ছাতক। ২য় স্থান: শামিম অাহমদ, অষ্টগ্রাম শাখাইতি মাদরাসা, সদর সুনামগঞ্জ। ৩য় স্থান: রিয়াজ উদ্দীন, সাদারাই মাদরাসা ছাতক। (বিশেষ পুরস্কার ৫ জন) মাহফুজুর রহমান, দারুল উলুম দরগাহপুর মাদরাসা; হাকিম উদ্দীন, শরিফুল ইসলাম, মুতিউর রহমান, ইয়াসিন খান গাগলাজুর মাদরাসা। ১৫ পারা গ্রুপ ১ম স্থান: মাতলুবুর রহমান, অষ্টগ্রাম শাখাইতি মাদরাসা। ২য় স্থান: নবীর হোসাইন, অষ্টগ্রাম শাখাইতি মাদরাসা, ৩য় স্থান: মাসউদুর রহমান ফাহিম, অষ্টগ্রাম শাখাইতি মাদরাসা। (বিশেষ পুরস্কার ৫ জন) শরীফ উদ্দীন, রতারগাও মাদরাসা বিশ্বম্ভরপুর; যুবায়ের আহমদ, নুরুল হাসান অাফ্ফান, হামিদুর রহমান রায়হান, বাদে ঝিগলী হাফিজিয়া মাদরাসা; অাব্দুস শহীদ মারুফ, গাগলাজুর মাদরাসা।
স্কুল-কলেজে হামদ-নাত গ্রুপ : ১ম স্থান-জাহেদ আহমদ, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় নোয়াখালি, দক্ষিন সুনামগঞ্জ; ২য় স্থান: খাদিজা অাক্তার নোহা, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ, ৩য় স্থান: সামিয়া অাক্তার, হোসেন বখত ও ফরিদ বখত সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনামগঞ্জ। আযান গ্রুপ ১ম স্থান-মুহিবুর রহমান, আবাবিল শিশু একাডেমি সুনামগঞ্জ; ২য় স্থান-শাহ ফরিদ আহমদ মারজান, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় দক্ষিণ সুনামগঞ্জ; ৩য় স্থানঃ বদরুল ইসলাম ইয়াকুব উল্লাহ উচ্চ বিদ্যালয়। ক্বিরাঅাত গ্রুপ ১ম স্থান: হুযাইফা বিন আজিজ, আবাবিল শিশু একাডেমী সুনামগঞ্জ। ২য় স্থান: অাবু সুফিয়ান, বায়তুস সালাম একাডেমী সুনামগঞ্জ। ৩য় স্থান-শাহরিয়ার মোহাম্মদ, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়। এছাড়া ইবতেদায়ী ৫ম বর্ষের শীর্ষ ১০ জন, হিফযুল কুরঅান উভয় গ্রুপ থেকে ১০ জন ও স্কুল-কলেজ পর্যায়ে আরো ১৫ জনসহ মোট ৩৫ জনকে শান্তনা পুরস্কার প্রদান করা হবে। আগামি শনিবার বেলা ২টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। ঐদিন সন্ধায় অনুষ্ঠিত হবে এক মনোমুগ্ধকর হামদ-নাত মাহফিল। এতে দেশের সারাজাগানো ইসলামি সঙ্গিতশিল্পী, জাগ্রতকবি মুহিব খানসহ সিলেটের শিল্পিরা সঙ্গিত পরিবেশন করবেন। প্রোগামে সর্বস্থরের সুনামগঞ্জবাসীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সেক্রেটারী মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।