শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: মদফুনে মক্কী আল্লামা আব্দুল হক শায়খে গাজীনগরী (রহ) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামেয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসার খতমে বোখারি ও দোয়া মাহফিল বৃহস্পতিবার বাদ জুহর জামেয়ার নতুন মসজিদে অনুষ্ঠিত হয়। এ সময় দরস প্রদান করেন দারুল উলূম দেওবন্দের শিক্ষাসচিব ও মুহাদ্দিস আল্লামা ইউসুফ তালভী। এ সময় উপস্থিত ছিলেন জামেয়ার মুহতামিম ও শায়খুল হাদিস শায়খ আল্লামা নুরুল ইসলাম খান, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি শফিকুল আহাদ, জামেয়ার শিক্ষাসচিব মাওলানা ফখরুল ইসলাম খান, মুহাদ্দিস শায়খ মাওলানা জাকির হুছাইন, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা হাফিজ জয়নাল আবেদিন, মাওলানা মিজানুর রহমানসহ মাদরাসার শিক্ষকবৃন্দ।