শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
আজহার আলম, ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে যানবাহন চালক শ্রমিকদের স্বার্থবিরোধী আইন ২০১৭ ইং বাতিলের দাবিতে রোববার (২৩ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবিটেক্সি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঢাকাস্থ বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবিটেক্সি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৬৯৩)-এর সভাপতি আপ্তাব উদ্দিন, সেক্রেটারি ইজ্জাদ আলী, সহ-সভাপতি ইদ্রিছ আলী, সাংগঠনিক সম্পাদক মটুক মিয়া, কোষাধ্যক্ষ সুহেল আহমদ, প্রচার সম্পাদক হাসির মিয়া, সাবেক সেক্রেটারি জমসেদ আলী, সাবেক কোষাধ্যক্ষ নানু মিয়া, শ্রমিক নেতা সাহেব আলীসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। মানববন্ধন চলাকালে চালক শ্রমিকদের স্বার্থবিরোধী আইন ২০১৭ ইং বাতিলের জোর দাবি জানান।