শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
মোঃ আবুল কালাম জাকারিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ): শনিবার সকাল ১০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে ইসলামিক ফাউন্ডেশ’র জামালগঞ্জ ইসলামি রিসোর্স সেন্টার’র অফিস রুমে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০১৬ সম্পন্ন হল। নিকাহ রেজিষ্টার’র ও ভীমখালী ইসলামি রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার আব্দুল মুকিত’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন জামালগঞ্জ মডেল রিসোর্সের পরিচালক মাওলানা সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনা ও পরীক্ষা পরিচালনা করেন উপজেলা একাড্যামিক অফিসার আব্দুল মুকিত। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আলী আকবর, মাওলানা কবির আহমদ, মাওলানা তাজ মাহমুদ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা শামছুজ্জামান আজাদ, মাওলানা ফয়জুন্নুর, মাওলানা মতিউর রহমান প্রমুখ। আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ। একই প্রোগ্রামে গণশিক্ষার শিক্ষকদের সমন্বয়সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে দেশের অবস্তার উপর আলোচনা ও দোয়া করা হয়। বাচ্চাদের শিক্ষার মানোন্নয়নের বিষয়ে আলোচনা পেশ করেন মাওলানা সিরাজুল ইসলাম। আলোচনা শেষে মোনাজাত করেন হাজী মাওলানা মোঃ আইয়ুব খাঁন।