শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
মোঃ জাবির হোসেন, ভাটপিাড়া (দিরাই) ইউনয়িন সংবাদদাতা: ৭ মে রবিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু চৌধুরীর সৃতি বিজরিত গ্রাম বেতাউকায় দুর্গত ৩০টি পরিবারকে, (পরিবার প্রতি)১০ কেজি চাল, ২০ কেজি আটা ও ৫ কেজি আলু বিতরন করেন, একই গ্রামের তরুণ সমাজকর্মী জুয়েল চৌধুরী। সেবামূলক এ বিষয়ে বলেন,বাধভাঙ্গা হাওরপারের সর্বহারা প্রতিটি কৃষি পরিবারের আর্তনাদে হাওরাঞ্চল আজ স্তব্ধ, ক্রমশ ভিটেবাড়ি হারা হচ্ছেন হাওরাঞ্চলের মানুষ। তাই নিজ গ্রাম তেকে সেবামূলক কর্মকান্ড শুরু করেছি, উপস্তিত প্রতিটি কৃষিপরিবারকে সান্তনা দিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের পাশে আছি।