বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার, পাথারিয়া বাজার, দিরাই উপজেলার শরীফপুর, টাইলা বাজার সড়কের বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে এ সড়কের সংস্কার কাজ না হওয়ায় ঢালাই ভেঙে রড ও পাথর উপড়ে গর্তের সৃষ্টি হয়েছে। নারায়নপুর, গাগলী, মদনপুর, নোয়াখালী বাজার, পাথারিয়া পয়েন্ট, ভাটিপাড়া সড়ক পয়েন্টের সন্নিকটে সড়কের বেশির ভাগ জায়গায় ছোট ও বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, চাকুরীজীবি, ব্যবসায়ি ও বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধ লক্ষাধিক মানুষসহ মালবাহী ট্রাক, লাইটেস, লেগুনা এবং সিএনজি, মোটর সাইকেল ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে প্রত্যহ চলাচল করে থাকে। পূর্ববীরগাও এবং জয়কলস ইফপির স্থানীয় বাসিন্দা সমাজ সেবক রাসেল আহমদ, সাংবাদিক শুভেন্দু শেখর দাস ও রাইচমিল ব্যবসায়ি সোলেমান মিয়া জানান, প্রায় ৭ বছর আগে পাথারিয়া থেকে শরিফপুর বাজার পর্যন্ত এ সড়কের সংস্কার কাজ হয়েছিল। সংস্কার কাজের মাস ছয়য়েক পর থেকে সড়কে ভাঙন শুরু হয়। আস্তে আস্তে পুরো সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়। কোন কোন স্থানে রড বেড়িয়ে পরে। এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াতকারীরা ঝুঁকি নিয়ে চলাচল করেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কের সংস্কার কাজের উদ্যোগ নেননি। পাথারিয়া গ্রামের বাসিন্দা বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ গাড়ি ও পায়ে হেটে যাতায়াত করে থাকেন। দীঘদিন যাবৎ ভাঙাচুরা এ সড়কের উন্নয়ন কাজের উদ্যোগ নেয়া। ইতির্পূবে এ সড়কের সংস্কার কাজের জন্য সরকার মোটা অংকের টাকা বরাদ্দ দিয়েছিল। কিন্তু নিুমানের সামগ্রি দিয়ে কাজ করার কারণে এক মাসের মধ্যে সড়ক ভেঙে গিয়ে বেহাল অবস্থা হয়। পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন বলেন, প্রায় ৭ বছর আগে সংস্কার হয়েছিল। সংস্কারের পর একমাস সড়ক ভাল ছিল, মানুষ ও চলাচল করেছিল নির্বিঘেœ। এরপর থেকে সড়কের ভাঙন শুরু হয়। এখন পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্যোগ নেয়া হয়নি। শুনেছি কার্পেটিং কাজের জন্য সরকার অনেক বড় বরাদ্দ দিয়েছে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। দিরাই উপজেলার সরমঙ্গল ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী বলেন, দিরাই-শাল্লার একমাত্র সড়ক দীর্ঘদিন ধরে ভাঙা হওয়ার কারণে যানবাহন কম চলছে। সন্ধ্যার পর সিলেট, সুনামগঞ্জ থেকে দিরাই-শাল্লার গাড়ি পাওয়া যায়না। আমি অনেক দিন মাননীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে সড়কের কথা বলেছি। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী আলাউদ্দীন খান এ প্রতিবেদককে বলেন, গণিগঞ্জ-পাথারিয়া টু দিরাই সড়কের সংস্কার কাজের জন্য বরাদ্দ এসেছে। অচিরেই নির্মাণ কাজ শুরু হবে।