দক্ষিণ সুনামগঞ্জ থেকে সামিউল কবির: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডুংরিয়া গ্রামের নজরুল ইসলামের পুত্র মোঃ তারেক আহমেদ, সে এবারের এসএসসি পরীক্ষায় ডুংরিয়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করেছে। সে তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করে। পাশাপাশি পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দের প্রতিও সে কৃতজ্ঞতা প্রকাশ করে। উল্লেখ্য যে, মোঃ তারেক আহমেদরা তিন ভাই ও এক বোন, বড় ভাই মোঃ শায়েক আহমেদ শাবিপ্রবিতে অনার্স পড়ছে। পরিবারের অন্য ভাই বোনরাও তার লেখাপড়া করছে। মেধাবী ছাত্র মোঃ তারেক আহমেদ জানায়, সে পড়ালেখা করে উচ্চ ডিগ্রি অর্জন করে দেশ ও জাতির জন্য কাজ করবে এবং সে একজন নামকরা ডাক্তার হতে চায়। ভবিষ্যতে সে আরও ভাল ফলাফলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।