শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: দিরাই উপজেলার জগদল আল-ফারুক দ্বীমুখি উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় যে ফলাফল করেছে, তা বিগত ৬১ বছরেও এই ফলাফল করতে পারেনি। এ বছর সর্বমোট পরীক্ষার্থী ছিল ১০২ জন, তারমধ্যে ১০১ জন উত্তীর্ণ হয়েছে, মানবিক শাখা থেকে ছিল ৯৬ জন ও বিজ্ঞান শাখা থেকে ছিল ৬ জন। আর যে একজন রেজাল্ট খারাপ করেছে সে শিক্ষাবোর্ড বরাবর আবেদন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল পাশা বলেন, আমরা আশাবাদি তার ফলাফলও ভাল হবে। এ বছরের যারা ভালো ফলাফল করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে, তিনি তাদেরকে ধন্যবাদ জানান এবং অত্র বিদ্যালয়ের সব শিক্ষক মণ্ডলীবৃন্দকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। যারা ফলাফল ভাল করেছে তাদের সুন্দর জীবন কামনা করেন।