মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৭ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে র্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। শেখ হাসিনার উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যাল আলহাজ্ব সামছুল আলম তালুকদার (ঝুনু মিয়া), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, পরিষদের ভাইস চেয়ারম্যান মুঃ রশিদ আহম্মদ, জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার (সাজিব), জামালগঞ্জ উত্তর ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রজব আলী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল আলম ভূঁইয়া, জেছিসি’র ম্যানেজার মোঃ রোকন উদ্দিন, আশার সহকারি ব্যবস্থাপক মো আলম হোসেন, শিক্ষার্থী চিরজিৎ, আবির তালুকদার, দেবশ্রী তালুকদারসহ সকল এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজ।