বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সদর ইউনিয়নের হল রুমে ২৯ মে সোমবার ব্র্যাক-টিএইচপি এসএলজি প্রজেক্টের সহযোগিতায় এবং ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেটসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সচিব ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আলাউর রহমান। এছাড়াও ইউপি সদস্য ফারুক আহমদ, আব্দুল মালেক, আব্দুল মজিদ, আব্দুল হালিম, এলাইচ মিয়া, আলফা বেগম, শিল্পীরাণী দেব, সেলিনা আক্তার শেলীসহ দি হাঙ্গার প্রজেক্টকর্মী কৃপাশিষ, গোবিন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ২ কোটি ৪৬ লাখ ৩৮ হাজার ৩শত টাকার বাজেট ঘোষণা করা হয়।