শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবির টহল দল শুক্রবার বিকেলে ট্রলার বোঝাই ১৫টি গরুর চালান আটক করেছে। বিজিবির দাবি আটককৃত গরুগুলোর মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। জানা গেছে, তাহিরপুর উপজেলার বালিয়াঘাট বিওপির বিজিবির একটি টহল দল শুক্রবার বিকেলে ৫টার দিকে বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের সামনের একটি হাওর থেকে ভারত থেকে নিয়ে আসা ট্রলার বোঝাই ১৫টি গরু আটক করেছে। সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি গরুর চালান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির টহল দল দেখে চোরাকারবারীরা ট্রলার থেকে পালিয়ে যায়।