রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
মিজান আহমদ, (জগন্নাথপুর): সুনামগঞ্জেরর জগন্নাথপুরে হুমকির মুখে বেগমপুর-জগন্নাথপুর কাতিয়া গ্রামের আলালখালি ব্রিজ। ভাঙনে হুমকির মুখে পড়েছে জগন্নাথপুর-বেগমপুর সড়ক। যে কোনো সময় সড়কটি বিলীন হয়ে যেতে পারে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরির্দশন করেন গ্রামের শত শত মানুষ ভাঙনে সড়কটির অর্ধেক অংশ ভেঙে গেছে। বেগমপুরের হাইওয়েতে সংযুক্ত। প্রতিদিন ওই সড়ক দিয়ে শত শত যানবাহন ঝুঁকির মধ্য চলাচল করে আসছে। যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সংস্কার অতি দ্রুত করার জন্য উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ স্হানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।