শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার এন্ড কাজী সাংবাদিক মাওলানা জমিরুল ইসলাম মমতাজের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উজানীগাঁও কাজী বাড়িতে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত উজানীগাঁও রশিদিয়া হাফিজিয়া মাদরাসা শাখার প্রধান ক্বারী মতিউর রহমান মানিকের পরিচালনায় উজানীগাঁও জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা রশিদ আহমদ দেশবাসির শান্তি কামনা করে মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলে দক্ষিণ সুনামগঞ্জ কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলী, কাজী নূরুল হক, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি ফরিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন খান, উপজেলা বিএনপি নেতা সৈয়দ আহমদ, ইলিয়াছ মিয়া, মহির উদ্দীন, সাংবাদিক মহিম উদ্দীন, ইউপি সদস্য মসকু মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ দলিল লিখক সমিতির সাবেক সভাপতি রমজান আলী, উজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নূর হোসেন, মাস্টার ফয়জুল হক, উজানীগাঁও রশিদিয়া হাফিজিয়া মাদরাসা শাখা কেন্দ্রের সহকারি ক্বারী হাবিবুর রহমান, ক্বারী সাইফুল্লাহ মুনির, ক্বারী সামছুদ্দীন, ক্বারী হাফিজ মারুফ আহমদ, হাফিজ মাসহুদ আহমদ, প্রবীন মুরুব্বী আয়াজুর রহমান, ক্বারী রমজান আলী, জিয়াউর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ প্রমুখ।