শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে। গত সোমবার জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে প্রেস ইন্সটিটিউটের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের মৃত্যুজণিত কারণে পদটি শূন্য হওয়ায় নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন গোলাম সারওয়ার। গোলাম সারওয়ারকে ‘সাংবাদিকদের শিক্ষক’ হিসেবে অনেকেই অভিহিত করেন। তাঁর হাতে গড়া অনেক সাংবাদিক এখন দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাঁর প্রকাশিত উল্লেযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ছড়াগ্রন্থ ‘রঙিন বেলুন’, প্রবন্ধ সংকলন-‘সম্পাদকের জবানবন্দি’, ‘অমিয় গরল’, ‘আমার যত কথা’, ‘স্বপ্ন বেঁচে থাক’ ইত্যাদি। ২০১৩ সালে সাংবাদিকতায় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন তিনি। গোলাম সারওয়ার দেশের প্রতিনিধিত্বশীল সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’-এর সভাপতি, সেন্সর বোর্ডের আপিল বিভাগের সদস্য। তিনি একাধিকবার জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।