রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
চান মিয়া, ছাতক (সুনাগঞ্জ): খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা শফিকুদ্দিন বলেছেন, মাহে রমজান হচ্ছে সকলের আত্মশুদ্ধির ও তাক্ওয়া অর্জনের মাস। এমাসে সকলের আত্মশুদ্ধির জন্যে দৃপ্ত শপথ নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, আল্লাহ আমাদের জন্যে রমজান মাস দান করেছেন নিজেদেরে মুত্তাকী ও পরহেজগার হিসেবে গড়ে তোলার জন্যে। ইহকাল ও পরকালে মুক্তির জন্যে রমজান মাসে সঠিক আক্বিদায় রোজার লালন ও পালন করলে মানুষ মুত্তাকী হতে পারে। আর মুত্তকী হতে পারলে জীবনে অবশ্যই সফলতা ও পূর্ণতা আসবে। যারা মুত্তাকী হতে ব্যর্থ হয়েছেন, তাদের জীবনে হতাশা ও পরকালের ভয়াবহতা অবধারিত। তিনি আরো বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে খেলাফত মজলিস নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আলোকিত মানুষ হতে হলে ইবাদত করতে হবে। তাই নিরাপদ ভূখন্ডের জন্যে যেভাবে মুত্তাকী হওয়া প্রয়োজন, তেমনি ইবাদত ছাড়া কোন ক্ষেত্রেই আলোকিত মানুষ হওয়া যায়না। মানুষের মধ্যে মুত্তাকী ও ইবাদত না থাকায় আর্র্মি, পুলিশ, বিজিবি ও র্যাবসহ বিভিন্ন অইন প্রয়োগকারি সংস্থা থাকার পরও দেশে শান্তি আসেনি। জাগতিক শিক্ষা শান্তি এনে দিতে পারেনা। ইসলামি শিক্ষা ছাড়া চরিত্র ও নৈতিকতার পরিশুদ্ধতা কল্পনা করাও যেন বাতুলতা। তিনি বলেন, মানুষ এখন সম্পদ অর্জনের জন্যে যেন প্রতিযোগিতায় নেমেছে। একটি প্রকল্পের দীর্ঘসূত্রিতার অজুহাতে একের পর এক বরাদ্ধকে রিভাইজ করে বরাদ্ধের টাকা বৃদ্ধি করে টাকা আত্মসাত করা হচ্ছে। এতে কতিপয় নেতাদের পেট পুরলে ক্ষতি হচ্ছে গোটা দেশের। কিন্তু সেদিকে কারো যেন ভ্রক্ষেপ নেই। এছাড়া দেশে নব্বই ভাগ মুসলিমের এই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টে ঝুলানো হয়েছে গ্রীক দেবীর মূর্তি। যা- মুসলমানদের মনে দারুন আঘাত লেগেছে। অবশেষে খেলাফত মজলিসের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর এটি মাত্র কয়েক ফুট জায়গা সরিয়ে নেয়া হয়। তিনি সভার পক্ষ থেকে এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়ে এটি সারানোর জন্যে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। ছাতকে খেলাফত মজলিসের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য গুরুত্ব ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার ১৫জুন ২০১৭ইং শহরের একটি অভিজাত হোটেলে উপজেলাও পৌর শাখার উদ্যোগে এমাহফিল অনুষ্টিত হয়। পৌর শাখার সভাপতি মাওলানা ফরিদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী ফারুক আহমদ এবং উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ সাইদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, অধ্যক্ষ শায়খ মালানা আব্দুল হান্নান, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আকিক হোসাইন, মাওলানা আখতার হোসাইন, মাওলানা বদরুল আলম, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা আমির আলী, মাওলানা সামছ উদ্দিন, হাফেজ নূরে আলম, মোশাহিদ আলী, মাওলানা ফখরুল আলম, হাফেজ সিদ্দিক আহমদ, মাওলানা আব্দুর রহমান, জুনেদ আহমদ, মাওলানা আব্দুল কাহহার প্রমূখ।