শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে ৪ মাসের সন্তান রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফারজানা আক্তার (২১) নামের এক গৃহবধূ। শনিবার ১৮ জুন গভীর রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের খাইরগাঁও-রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর গ্রামের শামসুল আলমের পরিবারের লোকজন প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়লে গভীর রাতে তার স্ত্রী ফারজানা আক্তার ঘরের ফ্যানের সাথে গলার ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে তাদের শোর চিৎকারে লোকজন এসে পুলিশে খবর দিলে ছাতক থানার এসআই সুহেল রানা রোববার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছে। ফারজানা আক্তারের ৪ মাসের একটি সন্তান রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।