শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: ছাতকে সিলেট জেলার বারের সদস্য ও এক স্থপতির উপর হামলার ঘটনা ঘটেছে। আহতরা হলেন অ্যাডভোকেট টি. এম.মুহি উদ্দিন মাহি ও তার চাচা স্থপতি টি. এম. আহমেদ আনহার, তারা উভয়েই ছাতকের পালপুর গ্রামের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় ৭টার দিকে ছাতকের পালপুর বাজারে হামলার এই ঘটনা ঘটে। আহত আইনজীবীর সহকর্মী এডভোকেট মোহাম্মদ রব নিয়াজ রানা জানান, অ্যাডভোকেট টি. এম. মুহি উদ্দিন মাহি ও তার চাচা স্থপতি টি.এম. আহমেদ আনহার উপজেলার গোবিন্দগঞ্জ থেকে নিজ বাড়ি পালপুর গ্রামে ফেরার পথে পালপুর বাজারে পৌঁছালে তাদের ওপর হামলা চালানো হয়। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা বলে অভিযোগ তার। গুরুতর আহত অবস্থায় টি. এম. মুহিউদ্দিন মাহিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান রব নিয়াজ রানা।