শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
সামিউল কবির, দক্ষিণ সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে প্রায় শতাধিক লোক আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ ঘটিকায় পবিত্র ঈদুল ফিতর-এর জামাত শেষে শিশু দুটির কথা কাটাকাটিকে কেন্দ্র করে বয়োজ্যৈষ্টদের মধ্যে ছড়িয়ে পড়লে এক পর্যায়ে মসজিদের নিকটবর্তী পাকা রাস্তায় সামনা সামনী দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। গ্রাম্য অস্ত্রের আঘাতে উভয়পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্হলে পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে এবং শান্তিশৃংখলা রক্ষার জন্য গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী সকালেই ঘটনাস্হল পরিদর্শন করেন। উভয় পক্ষের আহতদের সংখ্যা প্রায় শতাদিক, মাঝারি আঘাত প্রাপ্তদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ২৫-৩০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া বাকীরা স্হানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত হলেন মৃত ইউছুফ আলী-এর স্ত্রী গর্ভবর্তী মহিলা ও সৈয়দ মিয়া (৩২), আবিদ (৩০) রেজাউল (২৮) সেবুল মিয়া (৩৫) আলতা রহমান (৩০) আশিক মিয়া (৩০) অবস্হা আশংকাজনক রয়েছে। উল্লেখ্য যে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত জোনাব আলী ও সাবেক ইউপি সদস্য মালদার মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ গ্রামের শান্তি শৃংখলা বজায় রাখতে ৬ জনকে ঘটনাস্হল থেকে গ্রেফতার করে এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ১৭ জনকে গ্রেফতার করে সদর থনায় আটকে রাখা হয়েছে।। এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।