বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতকে সাংবাদিককে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। ফলে নিজের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার বিকেলে হুমকিদাতা শহরের মধ্যবাজার এলাকার বকুল দত্তের পুত্র শিমুল দত্ত ময়নার বিরুদ্ধে থানায় জিডি করা হয়। জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টায় সংবাদ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকাবস্থায় অজ্ঞাত স্থান থেকে তার ব্যবহৃত মোবাইল (নং: ০১৭২২-৩৭৯৭০৭) থেকে দৈনিক সবুজ সিলেটে প্রতিনিধি বিজয় রায়ের মোবাইলে (ফোন: ০১৭১২-৩৫৮০৪১) নম্বরে কল আসে। এটি রিসিভ করলে কোন কারণ ছাড়াই সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এক পর্যায়ে শিমুল উত্তেজিত হয়ে সাংবাদিকের হাত-পা কেটে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেয়। প্রায় পৌনে ৩ মিনিট হুমকি-ধমকির পর ফোনটি কেটে দেয়। এতে নিরাপত্তাজনিত কারণে শিমুল দত্ত ময়নার বিরুদ্ধে ছাতক থানায় একটি জিডি (নং-৫৭৫, তাং-১১.০৭.২০১৭ ইং) রুজু করা হয়েছে।