রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের শাল্লায় ৫শ’ গ্রাম গাঁজাসহ ঘুঙ্গিয়ারগাঁও বাজারের কলেজ রোডের বাসিন্দা হানিফ মিয়ার স্ত্রী কুলসুম বেগমকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টায় ৩নং বাহাড়া ইউনিয়নের প্রতাপপুর বাজার থেকে ওই নারীকে গাঁজাসহ এসআই সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী কুলসুমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে এসআই সোহেল মাহমুদ বলেন, আমি গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে প্রতাপপুর বাজার থেকে ওই নারীকে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করি। এ ব্যাপারে এসআই সাইফুর রহমান বলেন, ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।