রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
ধর্মপাশায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ধর্মপাশায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাদশাগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাদশাগঞ্জ হাইস্কুল হতে বাদশাগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ রোডে এসে মানববন্ধনে মিলিত হয়। জানা যায় বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলে সরকারি করণের বিরুদ্ধে ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয় কর্তৃক মামলা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাইকোর্টের গত ১৩/৭/১৭ তারিখ মামলা দায়ের করা হয় যার নং-১০০৩৩/১৭। বাদী জনতা উচ্চ বিদ্যালয়ের পক্ষে পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুল মন্নাফ। মানববন্ধন আয়োজন করেন এলাকাবাসির পক্ষে প্রতিবাদ কমিটি। প্রায় ২ ঘন্টাব্যাপি মানববন্ধন করেন এলাকার ছাত্র, শিক্ষক, কামার, কুমার, জেলে, কৃষক, জনতাসহ সর্বদলীয় নেতাকর্মীবৃন্দ। কয়েক হাজার নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনের শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রতিবাদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সেলবরষ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুর হোসেন। পাইকরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ খাইরুল বশর ঠাকুর খান, মোঃ দুলা মিয়া, বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, সেলবরষ ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মোঃ আলাউদ্দিন শাহ, সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন অর রশিদ শান্ত, উপজেলা বিএনপি নেতা প্রভাষক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আলী আমজাদ, বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, ব্যবসায়ি হামিদুল ইসলাম রতন ও বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, গাছতলা উচ্চ বিদ্যালয় শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ০৩/০২/১৯৫০ খ্রি: প্রতিষ্ঠিত হয়। ০২/৪/১৯৫২ সালে বিদ্যালয়টি প্রথম স্বীকৃতি লাভ করে। ইন কোর্ড ১২৯৮৯০ এবং বিদ্যালয় কোড ২৭২৭। ৬ষ্ট থেকে ১০ শ্রেণি পর্যন্ত ১৩টি শাখায় ১ হাজার ৪৬১ জন শিক্ষার্থী অধ্যয়নরত এবং ২৩ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। ৬৭ বছরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যালয়টির সুনাম রয়েছে। সুনামগঞ্জ-১ আসনের সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সম্মতিক্রমে সেলবরষ ও পাইকরাটি ইউনিয়নবাসির প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলটি সরকারিকরণের শেষ ধাপে উপনীত। খাইরুল বশর বলেন, সরকারি বিধির ৭ নম্বর ধারা অনুযায়ি সরকারি করণ করা হয়। আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং মিথ্যা মামলা প্রত্যাহার কর করতে হবে। প্রতিবাদ সভার পর ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ সকল কর্মকর্তাদের অবগতির জন্য।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com