বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
দক্ষিণ সুরমা (সিলেট) উপজেলা সংবাদদাতা: মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল হারামে তান্ডবের ও মুসলমানদের উপর হত্যাযগ্য বন্ধের দাবীতে ছাত্র জমিয়ত বাংলাদেশ মোগলাবাজার ইউপি শাখার উদ্দোগে শুক্রবার বাদ জুম্মা স্থানিয় মোগলাবাজার জামে মসজিদের সামন থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন ইয়াহুদী খৃষ্টানরা ফিলিস্তিনের মুসলমানের উপর নির্যাতন নিপিড়ন হত্যা খুন ধর্ষন, মসজিদ মাদ্রাসায় হামলা চালিয়ে যাচ্ছে। অথচ বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলা নিরব ভুমিকা পালন করে যাচ্ছে, মক্কা-মদীনার দেশ সৌদিআরবের বাদশাও এর কোনও প্রতিবাদ করছেনা, কোনও প্রতিবাদ না থাকায় ইসরায়েলের ইয়াহুদী কতৃক মুসলমানের উপর নির্যাতন দিন দিন আরো তীব্র আকার ধারণ করছে। এখন তারা মুসলমানের প্রথম কিবলা যেখান থেকে মহানবী সাঃ মেহরাজে ভ্রমন করেছেন, সেই মসজিদের দিকেও হাত বাড়াতে তাদের একটুও ভয় হচ্ছে না। তারা গত ১৪ জুলাই শুক্রবার থেকে মসজিদুল আকসায় তাদের সৈন্যবাহিনী দিয়ে মসজিদের মুসল্লীদেরকে নামাজে আসতে বাধা দিচ্ছে, ফিলিস্তিনের মুসলমানরা এর প্রতিবাদ করতে গেলে তারা মুসলমানদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে এ যাবত তারা এই ইস্যুতে বহু সংখ্যক মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। এমনকি গত শুক্রবার তারা মসজিদে হামলা চালালে সাথে সাথে কয়েকজন মুসল্লী শাহাদত বরণ করেন এবং মসজিদের জুম্মার ইমামকেও তারা গুলিবিদ্ধ করে, এরপরেও মুসলিম রাষ্ট্রগুলা নিরব, জাতিসংঘও নিরব। আমরা আজকের বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দাবী জানাচ্ছি, আপনি ৯০ ভাগ মুসলমানের দেশের সরকার, আপনি ধার্মিক পরিবারের সন্তান, এখন আপনার দায়িত্ব হলো আমরা ৯০ ভাগ মুসলমানের পক্ষ থেকে মসজিদুল আকসার পাশে দাড়ানো। আমরা আশা রাখি আপনি বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র প্রধানদের সাথে বৈঠকের ডাক দিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় ইসরায়েলী সন্ত্রাসীদের বিরোদ্ধে যুদ্ধ ঘোষনা করবেন। প্রয়োজনে বাংলাদেশ থেকে সৈন্য পাঠিয়ে বায়তুল মুকাদ্দাস রক্ষায় সহযোগিতার ঘোষনা দিবেন, মুসলিম রাষ্ট্রের এই এক্যের ফলে দেখবেন ইয়াহুদীরা ফিলিস্তিন ছেড়ে পালাতে বাধ্য হবে। যদি আপনি তা না পারেন, তাহলে কমপক্ষে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিন, আমরা মুসলমানের বুকের একবিন্দু তাজা রক্ত থাকা সত্বেও আমাদের প্রতম কিবলাকে ধ্বংশ হতে দেবনা ইনশাআল্লাহ। শাখা সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান রুবেলের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ আল মুনাইমের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়ত নেতা কে এম তাহমীদ হাসান, রেঙ্গা আঞ্চলিক শাখা ছাত্র জমিয়ত নেতা মুখতার বিন সিরাজ, ছাত্রনেতা হাফিজ শামসুর রহমান, আলি আকবর, নুর উদ্দিন আহমদ, তাহমীদুস সামাদ, আব্দুস সালাম প্রমুখ। পরিশেষে শাখা সভাপতি আব্দুর রহমান রুবেলের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিল ও পথসভার সমাপ্তী ঘোষনা করা হয়।