রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে কোন ধরণের দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হয়না বলে জানিয়েছেন পরিষদের চেয়ারম্যান শিবলী আহমদ বেগ। পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার হেলাল আহমদের বিরুদ্ধে ওয়ার্ডের কিছু মানুষের পক্ষ থেকে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিষদের চেয়ারম্যান এমন মন্তব্য করেন। একটি সূত্র জানায়, ৪নং ওয়ার্ডের কিছু মানুষের কাছ থেকে সরকারি সুবিধা দেয়ার কথা বলে মেম্বার হেলাল আহমদের বিরুদ্ধে টাকা গ্রহণ করার লিখিত অভিযোগ দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে দেয়া হয়। এ নিয়ে অনলাইনসহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর পরিষদের চেয়ারম্যান শিবলী আহমদ বেগ উল্লেখিত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও একটি বিশেষ মহলের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন। তিনি আরো বলেন, অন্ততপক্ষে জগদল ইউনিয়নে এ ধরণের কোন দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হয়না। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অনর্থক হয়রানি করার লক্ষ্যেই একটি কুচক্রি মহল এ কাজ করছে বলেও উল্লেখ করা হয়।