শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
আদিল রহমান (মৌলভীবাজার): ২ আগস্ট বুধবার সকাল ৮.৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই হাফিজুর রহমান সংগীয় ফোর্সসহ ভূনবীর ইউপির ভীমসী গ্রামীণফোন টাওয়ার সংলগ্ন রাস্তা হতে গরুর ঘাস নিয়ে যাওয়ার অভিনয় করে ২৬ লিটার চোরাই মদ নিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয় কানু দাশ, পিতা মৃত নরেশ দাশ, সাং ভীমসী, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার।