মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: দিরাইয়ে পুলিশ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে পৌর সদরের হারানপুর ও মজলিশপুরে অভিযান চালিয়ে হারানপুরের মৃত রবিন্দ্র দাসের ছেলে নৃপেন দাস (৩৫), দাউদপুরের মদন দে’র ছেলে সংগ্রাম দে (২০) ও চন্ডিপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ফরহাদ মিয়া (৩৫) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিক্রির জন্য রাখা ২৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতেই এসআই সামছুল ইসলাম বাদী হয়ে এ তিনজনকে আসামী করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে, শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করেন। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, দিরাইকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রেতাদের গ্রেফতারে শুক্রবার সন্ধার পর থেকে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা বিক্রেতা নৃপেন দাসের কাছ থেকে ১০টি, সংগ্রামের কাছে রাখা ১০টি ও ফরহাদের কাছ থেকে ৫টি বিক্রির জন্য রাখা ই্য়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকের সাথে যারা যারা জড়িৎ কাউকেই ছাড় দেয়া হবেনা।