শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : ভাটিপাড়া ইউনিয়নের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী সুহাদ চৌধুরী বলেছেন, ‘দেশ এবং এলাকার স্বার্থে প্রবাস জীবন ছেড়েই জনগণের প্রকৃত সেবা প্রদান করতে উপনির্বাচনে আপনাদের দোয়া ও ভালোবাসার প্রতিদান দিতে প্রতিদ্বন্দ্বীতা করছি, আর এতে করে একটি চিহ্নিত মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তবে আমার বিশ্বাস, আপনাদের ভালোবাসা থাকলে আমি বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ কবর।’ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে অনুষ্ঠিত এক পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবিদ আলীর সভাপতিত্বে ও সানোয়ার কাজির উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক মেম্বার মুহিবুর রহমান, মুজাহিদ মিয়া, গিয়াস উদ্দিন, আলী আকবর, সিরাজুল ইসলাম, রাছিন আলী, মানিক মিয়া প্রমুখ। নির্বাচনী এ পথসভায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিল বলে প্রত্যক্ষদর্শী অনেকেই জানান।