বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: জাতীয় শোকদিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার শোক র্যালি, ছাত্র/ছাত্রীদের মাঝে রচনা, কবিতা, হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনিরুদ্ধ বণিকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রনদেব কুমার পন্ডিতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দীন, প্রধান শিক্ষক মোঃ আশরাফ উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক অসিত বরণ চৌধুরী, উত্তম কুমার রায়, মাওলানা মোঃ রুহুল আমিন, পুরুজিৎ চক্রবর্তী, রেখা রাণী সরকার, মাহমুদা আক্তার প্রমুখ। এছাড়া ছাত্র/ছাত্রীদের মাঝে আলোচনা রাখেন অনন্যা চৌধুরী, সানজিদা নাছরিন ঈশা, সোহাগ মনির, জয়সেন রায় প্রমুখ।