শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে ও প্রভাষক নুর হোসেনের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, শান্তিগঞ্জ কার্প হ্যাচারী কর্মকর্তা অশোক কুমার দাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কাসেম, আব্দুল মজিদ কলেক অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মোঃ আতাউর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ মাসুদ মিয়া, মৎস্য অফিসার সমীরণ স্বাহা, প্রাণি সম্পদক কর্মকর্তা ডাঃ মানছুরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, সহকারি শিক্ষা অফিসার আব্দুল বারেক, মাধ্যমিক শিক্ষা অফিস সুপারভাইজার নুরে আলম সিদ্দীকি, পল্লীসঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক নিতিশ চন্দ্র বর্মণ, উপজেলা প্রকৌশরী মোঃ আলাউদ্দিন খান, উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আব্দুল হেকিম, সাংবাদিক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, মোঃ নুরুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা পিয়ার আহমদ, আমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ আবু নছর মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা আনসার ভিডিবি কমান্ডার নাজিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা আবাব মিয়া প্রমুখ।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমবায় অফিসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা সমবায় অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমেদর সভাপতিত্বে ও সমবায় অফিসের পরিদর্শক এ কে এম জালাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য মো. আশরাফ আলী, মৎস্যজীবি মতিউর রহমান, মুজিবুর রহমান, ছাদ্দক আলী সহ প্রমুখ।
অপরদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ২টায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন অফিসে শেখ মাও. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও জেলা কাজী সমিতির সাংগঠনিক স¤পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা রুহুল আমীন, হাফিজ আব্দুল মতিন, হাফিজ কামাল উদ্দিন, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা হাফিজ নুরুজ্জামান প্রমুখ।