শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
মাহমুদুল হক স্বপন: দিরাই উপজেলা জগদল ইউনিয়ন-এর কালধর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা বন্যার পানি বৃদ্ধির জন্য পানির নিচে চলে যায় আর এখন পানি কমে যাবার পর রাস্তার এমন এক অবস্তা ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে চলাচল করা খুব কষ্টদায়ক হয়ে দারিয়েছে। এ ব্যাপারে অত্র স্কুলের পরিচালনা কমিটির সভাপতি হাজ্বী আসিক মিয়া বলেন, এই রাস্তার জন্য আরো দুই বছর আগে দিরাই আওয়ামীলীগ অফিসে দরখাস্ত করা হয়েছিল কিন্ত এখন কোন খবর পাওয়া যায়নি। যদি তাড়াতাড়ি এই রাস্তা মেরামত না করা হয় তাহলে ছাত্রছাত্র স্কুলে আসা যাওয়া করতে পারবে না শুধু তাই অত্র গ্রামে মুসল্লিবৃন্দ এই রাস্তা দিয়ে গ্রামের জামে মসজিদে নামাজ পরতে আসতে খুব কস্ট হয়।