শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, ভ্রাম্যমাণ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নওয়াগাঁও বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নওয়াগাঁও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজিজ মার্কেটের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর গনহত্যা, নারী নির্যাতন, নি¯পাপ শিশুহত্যাসহ সবধরনের অপকর্মের প্রতিবাদে সোমবার বিকালে সভায় সভাপতিত্ত্ব করেন প্রবীন মোরব্বি ও নওয়াগাঁও বাজার জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী কিতাব আলী, মাসিক মানব দৃষ্টি পত্রিকার উপদেষ্টা ও বাজার কমিটির সেক্রেটারী রেজাউল করিম কাপ্তানের সঞ্চালনায় প্রধানবক্তা হিসেবে আলোচনা পেশ করেন মুহাম্মদপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাজিদুর রহমান সাজিদ। বিশেষ আলোচনা পেশ করেন তরুন বক্তা নওয়াগাঁও বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুসাঈদ আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন চান্দবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইলিয়াছ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হাফিজুর রহমান, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা সামসুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, আমাদের আজকের সমাবেশ থেকে তার নোবেল ফিরতের দাবি জানাই। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রসংশা করে তাঁরা বলেন, রোহিঙ্গাদের আমাদের সরকার আশ্রয়সহ যে সহযোগিতা করে যাচ্ছেন সত্যিই তা প্রসংশার যোগ্য, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে। অভিলম্বে মায়ানমারের এ দূরাবস্থার পরিবর্তন না ঘঠালে বিশ্ব মুসলিম চুপ হয়ে বসে থাকবে না।