বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
পাইলগাঁও (জগন্নাথপুর) ইউনিয়ন সংবাদদাতা: জামেয়া ইসলামিয়া দারুল উলূম অলইতলী ও কাতিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সিরাজুল ইসলাম (কান্দির হাটি) হুজুর গুরুতর অসুস্থ হয়ে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন আছেন। হুজুরের আর্থিক অবস্থা খুবই সুচনিয় থাকার কারনে পুরোপুরি চিকিৎসা হচ্ছেনা, বিশেষ করে আমরা যারা হুজুরের ছাত্র আছি, এবং দেশ-বিদেশে যাদের সাথে হুজুরের পরিচয় রয়েছে দয়া করে সকলে একটু সাহায্যের হাত বাড়ান, হতে পারে আমাদের সকলের সাহায্যের কারণে হুজুরের অনেক সেবা হতে পারে, তাই সকলের কাছে বিশেষ অনুরুধ রইল আমরা চাইলে, হুজুরের ছেলে (হাফিজ শামছুল আলম) মোবাইল নাম্বার (01792358164)-এর সাথে যোগাযোগ করতে পারেন। সকলের কাছে বিশেষ দোয়ার দরখাস্ত রইল আল্লাহ জেন হুজুরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। (আমিন)