মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুর উপজেলা সংবাদদাতা: বিশ্বম্ভরপুর উপজেলায় গ্রাম আদালত পরিচালনা ও সচেতনতা বৃদ্ধিতে মুখ্য অংশীজনদের ভূমিকা শীর্ষক উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার তানিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা গ্রাম আদালত সম্ময়কারী ফজলুল করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ফেসিলিটেটর সৈয়দ নজরুল ইসলাম। প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ। বিশেষ অথিতি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মাস্টার, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান রওশন আলী, বাদাঘাট (দ) ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া প্রমুখ।