শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
সামিউল কবির, স্টাফ রিপোর্টার (দক্ষিণ সুনামগঞ্জ) সুনামগঞ্জ: সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসনের সাংসদ ও গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ ২৩টি পূজামন্ডপে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২৩টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারির নিকট প্রত্যেক পূজামন্ডপে ৪ হাজার টাকা করে ৯২ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারন সম্পাদক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, অর্থ প্রতিমন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক মাসুক মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক কামরুল ইসলাম শিপন, কৃষকলীগ নেতা মাজহারুল ইসলাম মইনুল, মতিবুর রহমান, শাহিন মিয়া, আসলাম মিয়া ও রহিম উদ্দিন প্রমুখ।