শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী হতে চান হাসন রাজার প্রপৌত্র জয়নুল জাকেরীন

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী হতে চান হাসন রাজার প্রপৌত্র জয়নুল জাকেরীন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): মরমী কবি হাসনরাজার প্রপৌত্র সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সুনামগঞ্জ শহরের তেঘরিয়ায় হাসনরাজার বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করে এবং দল থেকে মনোনয়ন দেয়া হয় তাহলেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে বা দল মনোনয়ন না দিলে তিনি দলের বিরুদ্ধে যাবেন না। মতবিনিময়কালে দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, ‘আমি সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলাম। চার বার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার বাবা মরহুম দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী ১৯৭০ সালের নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কুঁড়ে ঘর প্রতীকে নির্বাচন করেছেন। ১৯৮৯ সালের জাতীয় নির্বাচনে আমার বড় ভাই দেওয়ান সামছুল আবেদীন বিএনপির প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৯৯৬ সালের নির্বাচনে আমি সুনামগঞ্জ-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার ছোট ভাই মমিনুল মউজদীন টানা তিন বারের পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি জানান, জেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাড. আলফাত উদ্দিন, সাবেক মন্ত্রী মেজর ইকবাল হোসেন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান মনোয়ার বখত নেক-এর সঙ্গে নির্বাচন করেও তিনি বিজয়ী হয়েছেন। তিনি বলেন, ‘মানুষের আস্থা ও ভালবাসায় আমি স্থানীয় সরকারের ৫টি নির্বাচনে বিজয়ী হয়েছি। মানুষের ভালবাসা ও আস্থা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। আমি শত প্রতিকূলতাকে উপেক্ষা করে বিএনপির রাজনীতি করছি এবং বিএনপির সাথেই আছি।’
তিনি আরও বলেন, ‘বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে আমি সুনামগঞ্জ সদর বিশ্বম্ভরপুর সংসদীয় এলাকা থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি আশাবাদী বিএনপির মনোনয়ন আমি পাব। তবে মনোনয়ন না পেলে আমি দল বা প্রার্থীর বিরোধীতা করব না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com