মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: হাওরাঞ্চল খ্যাত সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার দূর্যোগ ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশের নিমিত্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্য বিশিষ্ট্য প্রতিনিধি দল (৫ সেপ্টেম্বর) বিশ্বম্ভরপুর উপজেলার সর্বস্তরের মানুষের সাথে সাক্ষাত করে তাদের অবস্থা সম্পর্কে অবগত হয়। তারপর বিশ্বম্ভরপুর উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। প্রতিনিধি দলের প্রধান হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যায়ের সহকারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম ও তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন ড. মাহফুজ কবির, প্রভাষক ফাহিম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দূর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাফিস সাজিদ, ৩য় বর্ষের শিক্ষার্থী কামরুজামান তুষার, নীগার সুলতানা, রেবা ফারজানা।