বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদস্য সংগ্রহ নবায়ন অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের শেরমস্তপুর নতুন বাজারে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা হাসান মাহমুদ হাসিনের সঞ্চালনায় কর্মসূচীর শুভ উদ্ধোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা মোঃ সিরাজ মিয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা আব্দুস সাত্তার, মোহাম্মাদ আলী, শাহ মোহাম্মাদ শাহজাহান, আজাদ হোসেন বাবলু, শফিক মিয়া, জয়নাল আবেদীন, নুর মিয়া, আখতারুজ্জামান তালুকদার, মাসুক মিয়া, মফিজুর রহমান প্রমূখ। এ সময় বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে স্থানীয় কয়েক শতাধিক নারী-পুরুষ বিএনপির সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী দক্ষ জনপ্রিয় করে গড়ে তোলতে আমরা কাজ করে যাচ্ছি। আগামী সংসদ নির্বাচনের পূর্বেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কাজ করতে হবে এবং বিএনপিকে বিজয়ী করতে হবে।