শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
ইসির কাছে সহায়ক সরকার দাবি বিএনপির

ইসির কাছে সহায়ক সরকার দাবি বিএনপির

আমার সুরমা ডটকমবর্তমান সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকার ব্যবস্থার অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। রোববার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামী আলমগীর এ দাবির কথা জানান।এর আগে রোববার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপির সঙ্গে সংলাপে বসে ইসি।

এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। সংলাপটি ২ ঘণ্টা ৩৫ মিনিট স্থায়ী হয়।

পরে বিএনপি মহাসচিব বলেন, ইসি যে সংলাপ শুরু করেছে তা যেন নিছক লোক দেখানো না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সংলাপের ব্যাপারে আশাবাদী জানিয়ে তিনি বলেন, ‘আরপিও সংশোধনসহ নির্বাচনের এক সপ্তাহ আগে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব ইসির কাছে তুলে ধরা হয়েছে।’

সংলাপে বিএনপির প্রতিনিধিদলের হয়ে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম, মো. ইসমাইল জবি উল্লাহ, আব্দুর রশীদ সরকার ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী অংশ নেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই একাদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত রোডম্যাপ প্রকাশের পর ৩০ জুলাই প্রথম ধাপে সুশীল সমাজের প্রতিনিধি, দ্বিতীয় ধাপে ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে ২৪ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়। আগামী ১৮ অক্টোবর আওয়ামী লীগের সঙ্গে ইসি সংলাপ করবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com