মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
মোফাজ্জল হোসেন হিরা, ধর্মপাশা (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সুনামগঞ্জ জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মামুন অর রশীদ শান্তু সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি ওয়ান ইলিভেন হতে স্থানীয় নেতা কর্মীদের নিয়ে সুনামগঞ্জ-১ আসনের (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে গণসংযোগ করেছেন। মামুন অর রশীদ শান্তু বলেন, জননেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয় করতে হবে নতুবা দেশ আরও ১০ বছর পিছিয়ে যাবে। তাই তিনি ৪টি থানার সর্বস্তরের জনগণের কাছে ছুটে চলেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আমাকে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী মনোনীত করলে এই আসন তাকে উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। একান্ত সাক্ষাতকালে তিনি বলেন, আমি ছাত্রজীবন প্রথমেই ধর্মপাশা উপজেলা ছাত্রদলের দপ্তর বিষয়ক সম্পাদক ছিলাম তখন থেকে ছাত্র রাজনীতি করে আসছি। বিএনপির দলীয় ব্যানারে আমি বিভিন্ন সভায় উপস্থিত হয়েছি। ঐতিহ্যবাহী সেলবরষ ইউনিয়নের মির্জাপুর গ্রামে আমার জন্ম, তাই দেশকে ভালবেসে দেশের মানুষকে সহযোগিতা করার জন্য আমি রাজনৈতিকভাবে বিএনপির পতাকা তলে একত্রিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারণ্যের প্রতীক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য পিছিয়ে পড়া বিএনপির তৃণমূল নেত্রীবৃন্দকে নিয়ে সক্রিয় ভূমিকা পালন করছি। আমি চাই স্বচ্ছ রাজনৈতিক অবস্থা ফিরে আসুক। রাজনিতি যার যার দল সভার। দল যাকে মনোনীত করবে আমরা সবাই এক হয়ে বিএনপির দলীয় কাজ করে যাব। সুনামগঞ্জ-১ আসন হাওরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুসংগঠিত করা আমার অঙ্গীকার।