মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ‘আন্দোলন সংগ্রাম, সংগ্রাম ও সফলতার শ্রমিকলীগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জাতীয় শ্রমিকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জামালগঞ্জ শ্রমিকলীগ শাখার আয়োজিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা শ্রমিকলীগ শাখার আহবায়ক আবুল কালাম আজাদ। সদস্য সচিব মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল আল আজাদ, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম সরকার, মোঃ মানিক মিয়া, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোকবুল হোসেন আফিন্দী, জামালগঞ্জ সদর ইউপি যুবলীগ সভাপতি শিরিন তালুকদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আবু তাহের তালুকদার, রেজুয়ান আলাম, শামসুজ্জামান, উৎপল কান্তি তালুকদার, যুবলীগ নেতা কাজী গোলাম কিবরিয়া, শ্রমিকলীগ সদস্য গোলাম হোসেন, আলমগীর হোসেন, গাউসে আজম, আব্দুল হক, মোহাম্মাদ আলী, হালিম মিয়া ও শেখ রাসেল সংগঠনের সাধারণ সম্পাদক আলী হোসেন রেজা প্রমূখ। পরিচিতি সভায় বক্তারা বলেন, দুনিয়ার মজুদ এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও, শেখ মজিবুর রহমানের সংগঠন জাতীয় শ্রমিকলীগ। রাজনিতি করতে হলে বুদ্ধি মেধা ও কৌশলের প্রয়োজন তাই শেখ হাসিনার উন্নয়নের রাজনিতি আমরা বিশ্বাস করি।